সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল-অভিনেত্রী মারিয়া মিম। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এ পর্যন্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন মিম। নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। নিজেকে প্রস্তুত করছেন চলচ্চিত্রের জন্য।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর একটি গানচিত্রে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘ঝুমকা’। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।
এতে মিমের বিপরীতে মডেল হয়েছেন সিয়াম মৃধা। গানচিত্রটি নির্মাণ করেছেন নাজমুল ইভান। ১০ ফেব্রুয়ারি (ফেব্রুয়ারি) স্বদেশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানচিত্রটি অবমুক্ত হয়েছে বলে জানান মিম।
নতুন গানচিত্র প্রসঙ্গে মারিয়া মিম নিউজজিকে বলেন, নাচে-গানে ভরপুর ‘ঝুমকা’। গানের সঙ্গে নাচের ব্যাপারটি ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে। দর্শকেরাও বেশ উপভোগ করছেন। সেই ভাবনা থেকে কাজটি করা। এই গানের ভিডিওতে নতুন রূপে আবির্ভূত হয়েছি। আশা করছি, সবার ভালো লাগবে।
মারিয়া মিমের ক্যারিয়ার বেশি দিনের না হলেও এরই মধ্যে নিজের অবস্থান জানান দিয়েছেন। কাজ করতে চান শোবিজের সব মাধ্যমে। নাটক, সিনেমায় নিজেকে মেলে ধরতে চান তিনি।