শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্বীর্য পরিবেশে বিভিন্ন আশ্রমে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব।
প্রতিবছর ১২ই ফাগুন সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন এ পাদুকা উৎসবের আয়োজন করেন। এ উপলক্ষে শ্রীমঙ্গল জয়নগর পাড়া লোকনাথ মন্দির, মাজেরগাও লোকনাথ মন্দির, সবুজবাগ মালাকার পাড়া, কপালী পাড়া, ঠাকুর পাড়াসহ বিভিন্ন লোকনাথ মন্দিরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানাদির। এর মধ্যে সবুজবাগ মালাকার পাড়াস্থ জাগরনী লোকনাথ সেবা সংঘ আয়োজন করে ৪দিন ব্যাপী অনুষ্ঠানমালার।
অনুষ্ঠানের তৃতীয়দিন শনিবার অনুষ্ঠিত হচ্ছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। এর আগে আয়োজন করা হয়, লোকনাথ সংর্কীতণ, লোকনাথ জীবনী পাঠ ও গীতাপরায়নসহ বিভিন্ন অনুষ্ঠানমালার।