সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমানের রান আউট দিয়ে ১৯২ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। পঞ্চাশ ওভার পুরো হতে তখনও বাকি ১৯ বল। শেষ ওয়ানডেতে ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
সাকিব আল হাসানের আউট দিয়ে যে ধসের শুরু তাতে বাধ দিতে পারেননি কেউই। বাংলাদেশের শেষ ৯ উইকেট পড়েছে কেবল ৮৮ রানে। মাঝের ওভারগুলোতে রশিদ খান ও মোহাম্মদ নবির বলে উইকেট হারায় স্বাগতিকরা পরে আর পারেনি ঘুরে দাঁড়াতে।
এক প্রান্ত আগলে রেখে ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও বড় শট খেলার চেষ্টা করেননি কিংবা লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের আড়াল দেওয়ার চেষ্টাও করেননি তিনি। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ইনিংসে নেই কোনো বাউন্ডারি।