সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : গত বৃহস্পতিবার থেকে রুশ সামরিক অভিযানে ইউক্রেনের ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া, ১৬৮৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১৬ শিশুও রয়েছে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। গত চার দিনে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে রাশিয়া।
বহু বেসামরিক মানুষ রুশ হামলায় নিহত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকেও বেসামরিক নাগরিক নিহতের দাবি করা হয়।
রাজধানী কিয়েভের সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বোমা হামলা থেকে রক্ষা পেতে অনেকে পাতাল রেল স্টেশনে আশ্রয় গ্রহণ করেছে। সেখানেই তারা পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় দিন গুনছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের অভিযোগ, বেসামরিক স্থাপনা ও মানুষের ওপর হামলার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্গন করছে রাশিয়া। কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইনে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন কোনো বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা করা যাবে না। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।