সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৪ মার্চ) সারাদিন গ্যাস থাকবে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্ণতলী নদী খননের সময় তলদেশে স্থাপিত ১০ ইঞ্চি পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপের লিকেজ মেরামতের জন্য ঢাকার আমিনবাজার থেকে সাভার পর্যন্ত শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না।
এদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।