শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলার প্রবীণ সাংবাদিক আইনজীবী ও রাজনীতিবিদ আবুল কালাম জিলা আজ বুধবার সকাল ৬টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সাংবাদিক, আইনজীবি মহলে শোকের ছায়া নেমে আসে। মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান,পৌরসভার মেয়র,সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক,সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,আইনজীবীগন ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষজন শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন। গতকাল বুধবার দুপুর আড়্ইাটায় অ্যাম্বুলেন্সে করে তার কফিন মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মূখে নিয়ে আসার পর কালো কাপড়ে ঘেরা একটি অস্থায়ী মঞ্চে রাখা হয়। সেখানে সাংবাদিকরা তার কফিনে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক দিয়ে। বিকেল ৩টায় প্রেসক্লাব সম্মূখে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় মরহুমের নিজ বাড়ি কদমহাটা,বিনয়শ্রী গ্রামে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।