1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২২৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাম দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক অভিযোগ করেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর তদারকি না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি মানুষ।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও যুদ্ধের অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন মন্ত্রীরা। এ পরিস্থিতিতে জনগণকে রক্ষার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।

হরতাল কর্মসূচি বাস্তবায়নে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সয়াবিন তেল, চিনি ও ছোলার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়। অর্থমন্ত্রী ভোজ্যতেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ শুল্ক মওকুফের ঘোষণা দেন। এই শুল্ক প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়।

আজ শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায় শুল্ক প্রত্যাহার করা হলেও কোনো পণ্যেরই দাম কমেনি। উল্টো দেখা যায় আগের তুলনায় সব পণ্যের দামই অন্তত ৫ টাকা থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..