শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর এসেছে।
রাহবার গেস্ট হাউস নামে ওই হোটেলে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ড ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আগুনে এক বাংলাদেশি নারী মারা গেছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুজন। হতাহতদের কারও নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরেকটি সংবাদপত্র জানিয়েছে, ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়েছে।
অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।