শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে দুমকী বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও হাবিবুর রহমান।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবোঝাই পিকআপ ভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপর দিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপ চাপায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসবে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।