শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বীমার মেয়াদ ৬ মাস উত্তীর্ণ হওয়ার পরও গ্রাহকের বীমার টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। এ ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট অভিযোগ করার পরও কোন ফল পাচ্ছেন না বীমা গ্রাহক।
অভিযোগে সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার বনমালী পঞ্চেশ^র গ্রামের মো: শহীদ মিয়া ২০০৯ সালের আগষ্ট মাসে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মৌলভীবাজার অফিসে একটি ৫ লাখ টাকার পলিসি গ্রহন করেন। যার নং-৯৫০৮৭৮৭৩-৬ নিয়মিত ভাবে কিস্তি পরিশোধ করে ২০২১ সালের আগস্ট মাসে তার পলিসির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট অফিসে বার বার যোগাযোগ করেও কোন প্রকার সুরাহা পাননি। হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ঢাকা হেড অফিসে যোগাযোগ করেও লাভ হয়নি। চেয়ারম্যান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর ২৩ ডিসেম্বর ২০২১ ইং বীমার দাবীর চেক পাওয়ার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত তার কোন উত্তর আসেনি। এদিকে তার সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ায় খুব কষ্টে দিনপাত করছেন।
এ ব্যাপারে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মৌলভীবাজার শাখার একজন কর্মকর্তা ইকবালের সাথে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদককের। এ সময় তিনি জানান-আমরা আমাদের পক্ষ থেকে চেষ্ট করছি। হেড অফিসে বারবার তাগদা দিচ্ছি। হেড অফিস থেকে গ্রাহকের টাকা পরিশোধ করা হচ্ছে না। এ সময় হেড অফিস যদি টাকাটা পরিশোধ না করে তাহলে আমাদের কিছুই করার নেই বলেও যুক্ত করেন এই কর্মকর্তা।