1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ১৮ লাখ ৯০ হাজারের বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

শরণার্থীদের পাঁচ লাখের বেশি ইতোমধ্যে পোল্যান্ড ছেড়ে অন্য দেশেও চলে গেছে বলে জানিছেন ওয়ারশ ইউনিভার্সিটির মাইগ্রেশন রিসার্চ প্রফেসর ম্যাকিয়েজ দুসজিক।

সংস্থাটি টুইটারে জানিয়েছে, কেবল মঙ্গলবারেই ৬৬ হাজার ৬০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে, যা সোমবারের চেয়ে ৭ শতাংশ কম।

বুধবার (১৬ মার্চ) সকাল নাগাদ ১৩ হাজার ৬০০ জন সীমান্ত অতিক্রম করেছে। মঙ্গলবার একই সময়ের মধ্যে ১৭ হাজার ৫০০ জন ইউক্রেন ছেড়েছিল।

শরণার্থীদের বেশির ভাগ মানুষ পোল্যান্ডের ওয়ারশ, ক্রাকো ও রক্লোসহ বড় বড় শহরগুলিতে গেছে। শহরগুলি আশ্রয় নেওয়া মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ২১তম দিনে বুধবার রুশ বাহিনী রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। বেসামরিক এলাকায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..