1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পল্টন মোড়ে গানে গানে প্রতিবাদ জানিয়ে হরতাল পালন

  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে। হরতালের সমর্থনে পল্টন মোড়ে অবস্থান নিয়ে গানে গানে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে পল্টন মোড়ে অবস্থান নেন সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর নেতাকর্মী। তারা ঢোল-তবলা নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ নিয়ে গান শুরু করেন। তাদের সঙ্গে সুর মেলায় বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাও।

গানের দলে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তফন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূর প্রমুখ।

জামশেদ আনোয়ার তফন বলেন, আমরা সাংস্কৃতিক কর্মীরা আজকের হরতালকে সমর্থন করে গানে গানে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে পল্টন মোড়ে বাম জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। রিকশা-ভ্যানসহ জরুরি প্রয়োজনীয় যানবাহনগুলো ছেড়ে দিচ্ছেন তারা।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোট ও ভাসানী অনুসারী পরিষদের ডাকা এ হরতাল চলবে। হরতালে বিএনপি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠন সমর্থন দিয়েছে। নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দল হরতালে সমর্থন জানাতে পল্টনে অবস্থান নেয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..