1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রভুর মতো আচরণ নয় : কর্মকর্তাদের প্রতি সিইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচনী কর্মকর্তাদের প্রভুর মতো আচরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন না করে তাহলে পুরো নির্বাচন কমিশনকে সেই বদনামের দায়ভার নিতে হবে বলে স্মরণ করিয়ে দেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সবদিক থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে। আমাদের সব কাজে তদবির করতে হয়। যখনই আমরা পাবলিক সার্ভেন্ট হিসেবে চাকরি পাই জনগণকে নিজেদের অধীন হিসেবে চিহ্নিত করি। কিন্তু আমাদের প্রভুর মতন আচরণ করলে চলবে না। আমাদের অন্তর দিয়ে জনগণের সেবক-ভৃত্য হিসেবে নিজেদের মেনে নিতে হবে।’

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই নিজেদের জনগণের সেবক হিসেবে মনে করি না। আমরা তো মনে করি এত বড় একটি চাকরি করি আমরা তো জনগণের প্রভু।’

জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন অপরিসীম উল্লেখ করে সিইসি বলেন, ‘ভুল বিভিন্ন কারণে হতে পারে। পাসপোর্ট ও ভোটার আইডিতে নামের ভুল। কারেকশনের ক্ষেত্রে কিন্তু চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে তা নয়। আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কিন্তু বিভিন্নভাবে মানুষ হয়রানির শিকার হয়।’

কিছু কিছু মানুষের জন্য প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবির। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনাররাসহ নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..