1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৫৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুনের হাতে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ তুলে দেওয়া হয়েছে। নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনজীদা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পৃথক তিনটি টুইটে বিষয়টি জানানো হয়েছে। সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেওয়ার ছবিও প্রকাশ করেছে তারা।

তিনটি টুইটের প্রথম টুইটটিতে সম্মাননা তুলে দেওয়ার তিনটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে- শিল্পকলায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকে সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেন বিক্রম দোরাইস্বামী। ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যগত কারণে ভারতে অনুষ্ঠিত পদ্মশ্রী প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সনজীদা।

দ্বিতীয় টুইটে সনজীদা খাতুনের একটি ছবির সঙ্গে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।

সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..