রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: মহাকাশ অভিযানের উদ্যোগ হিসেবে দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো কঠিন-জ্বালানি চালিত একটি রকেটের সফল উৎক্ষেপণ করেছে। দেশটির সরকারের দাবি, এর মাধ্যমে তারা মহাকাশে নজরদারিতে গুরুত্বপূর্ণ সফলতা অর্জনে সক্ষম হল। প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার এমন উদ্যোগের কথা জানা গেল।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিভিন্ন সংবাদ মাধ্যম এ কথা জানায়।
দক্ষিণ কোরিয়া জানায়, ২০১৭ সালের পর গত বৃহস্পতিবার (২৪ মার্চ) উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর ছয় দিন পর বুধবার (৩০ মার্চ) সিউল কঠিন-জ্বালানি চালিত রকেট মহাকাশে পাঠালো।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিউল থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় এলাকা তিয়ান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সুহ উকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।