সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর খিলগাঁওয়ে তিলপাপাড়া এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ মারা গেছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী শিপনও আহত হয়েছেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৩ নম্বর রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, মোটরসাইকেলের শিপনের পিছনে তার স্ত্রী নাসরিন বসা ছিল। তিলপাপাড়া এলাকা অতিক্রম করার সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে প্রথমে নাসরিন আহত হয়। পরে স্বামীসহ পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় নিহতের স্বামী শিপন সামান্য আহত হয়েছে।