সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: অপর প্রান্তে যখন ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল, তখন একপ্রান্তে ধৈর্য্যের চরম পরীক্ষা দিয়ে চলেছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার বোলারদের দেখেশুনে খেলে ১৭০ বল মোকাবিলা করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ওপেনার।
চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ২২৮ বলে ৭৮ রানের এক ইনিংস খেলেছিলেন জয়। ওই দিন তিনি ৫০ পেরিয়েছিলেন ১৬৫ বল খেলে। আজ আরও পাঁচ বল বেশি খেলে ফিফটি করে সেটিকেও ছাড়িয়ে গেলেন জয়।
ডারবানের কিংসমিডে জয়ের ব্যাটেই আশার আলো দেখছে বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৩৬৭ রানের চেয়ে এখনো ২৩৯ রানে পিছিয়ে টাইগাররা।