সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: আজ শনিবার রাতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।
মন্ত্রী বলেন, উন্মুক্ত ও সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্র ইন্দোপ্যাসিফিক কৌশল বাস্তবায়ন করলে তাতে যুক্ত হতে পারে ঢাকা।
তবে কারো লেজুড়বৃত্তি বা রাজনৈতিক কৌশল বাস্তবায়নের হাতিয়ার হবে না বাংলাদেশ।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পর নতুন করে আলোচনায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।