মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সদর উপজেলার নয়াওগাঁ এলাকায় নদী থেকে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ওই দুই তরুণ হলেন, ১৮ বছরের আলমগীর হোসেন ও ১৭ বছরের রিয়াম।
মুক্তারপুর নৌ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘নদীতে দুটি মরদেহ ভাসছে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে আমরা সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।
তিনি বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানা যাবে।