1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫১৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: যশোরের চৌগাছায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে তর্কাতর্কির জেরে তাদের হত্যা করেছেন স্থানীয় চা-দোকানি ও তার লোকজন।

জেলা পুলিশের মুখপাত্র এএসপি রুপণ কুমার সরকার হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের উল্টোদিকে একটি চায়ের দোকানের সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬৫ বছরের আইয়ুব হোসেন ও ৫৫ বছরের ইউনুস আলী। তাদের বাড়ি চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে। হামলার ঘটনায় আহত হয়েছেন আইয়ুব ও ইউনুসের ভাতিজা আশরাফুজ্জামান রনি।

স্থানীয়দের বরাতে এএসপি রুপণ জানান, দিনমজুর ঠিক করা নিয়ে চায়ের দোকানি মো. মুকুলের সঙ্গে স্থানীয় ইউনুস আলীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে মুকুল ও তার লোকজন ইউনুসকে মারধর করেন। ইউনুস সেখান থেকে বাড়ি গিয়ে ভাই ও ভাতিজাকে নিয়ে ফের ওই দোকানে যান। সেখানে মুকুলের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। একপর্যায়ে মুকুল, তার ভাই বিপুল ও তাদের লোকজন বঁটি দিয়ে ইউনুস, আইয়ুব ও আসাদকে কোপাতে থাকেন।

এএসপি আরও জানান, আশপাশের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউনুস ও আইয়ুবকে মৃত ঘোষণা করেন। আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।

হামলায় জড়িতরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..