মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: যশোরের চৌগাছায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে তর্কাতর্কির জেরে তাদের হত্যা করেছেন স্থানীয় চা-দোকানি ও তার লোকজন।
জেলা পুলিশের মুখপাত্র এএসপি রুপণ কুমার সরকার হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের উল্টোদিকে একটি চায়ের দোকানের সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৬৫ বছরের আইয়ুব হোসেন ও ৫৫ বছরের ইউনুস আলী। তাদের বাড়ি চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে। হামলার ঘটনায় আহত হয়েছেন আইয়ুব ও ইউনুসের ভাতিজা আশরাফুজ্জামান রনি।
স্থানীয়দের বরাতে এএসপি রুপণ জানান, দিনমজুর ঠিক করা নিয়ে চায়ের দোকানি মো. মুকুলের সঙ্গে স্থানীয় ইউনুস আলীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে মুকুল ও তার লোকজন ইউনুসকে মারধর করেন। ইউনুস সেখান থেকে বাড়ি গিয়ে ভাই ও ভাতিজাকে নিয়ে ফের ওই দোকানে যান। সেখানে মুকুলের লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়। একপর্যায়ে মুকুল, তার ভাই বিপুল ও তাদের লোকজন বঁটি দিয়ে ইউনুস, আইয়ুব ও আসাদকে কোপাতে থাকেন।
এএসপি আরও জানান, আশপাশের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউনুস ও আইয়ুবকে মৃত ঘোষণা করেন। আসাদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
হামলায় জড়িতরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।