শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাক্তন সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহতের ঘটনায় বৃহ¯পতিবার রাতে থানায় মামলা হয়েছে। অজ্ঞাত অটোরিকশা চালককে আসামি করে মামলাটি করেছেন নিহতের ভাই বদরুল ইসলাম। এদিকে ময়নাতদন্ত শেষে পুলিশ নিহত আলাউদ্দিনের লাশ স্বজনদের নিকট হাস্তান্তর করেছে।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ভাই থানায় অজ্ঞাত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি শনাক্তে পুলিশ কাজ করছে।
জানা গেছে, বৃহ¯পতিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন জুড়ী থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।