1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

তেজগাঁও স্টেশন থেকে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমেও সকাল ৮টা থেকে টিকিট ক্রয় করা যাবে।

‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।

যাত্রীর চাপ কমানোর লক্ষ্যে ঢাকা শহরের ৫টি কেন্দ্র টিকিট বিক্রি শুরু হয়েছে। স্থানগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)। প্রতি স্টেশনেই ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

এদিকে তেজগাঁও রেলস্টেশনেও দেখা গেছে মানুষের ভিড়। ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে সাহরির আগ থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘ হতে থাকে। তেজগাঁও স্টেশন থেকে টিকিট বিক্রি হচ্ছে শুধু ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জের। ছয়টি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে তেজগাঁও থেকে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।

শনিবার সকাল ৮টা থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ (২৩ এপ্রিল) বিক্রি হচ্ছে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট।

তবে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে অনেকেই বেশ খুশি। টিকিট হাতে পেয়ে জামালপুরগামী কয়েকজন যাত্রী জানান, সাহরির পরই লাইনে এসে দাঁড়িয়েছি। টিকিট পেয়ে খুবই ভালো লাগছে। বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারব।

জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ শনিবার। সে হিসেবে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৬ ও ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মে’র ট্রেনের টিকিট।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..