শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ওয়ানডে, টেস্ট- দুই ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ মোস্তাফিজুর রহমান! অথচ, সাদা বলের ক্রিকেটে নিয়মিত মোস্তাফিজুর রহমান টেস্টে এখন অনিয়মিত।
২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত টেস্টে নিয়মিত মোস্তাফিজ এখন আর টেস্ট খেলতে চান না। মোস্তাফিজের অভিষেক থেকে এ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশ খেলেছে ৩৯ টেস্ট। তার মধ্যে মোস্তাফিজের সার্ভিস পেয়েছে বাংলাদেশ মাত্র ১৪টি।
২০২১ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টেস্টে ছিলেন না মোস্তাফিজ, ২০২২ সালের চলমান চুক্তিতেও টেস্টে নেই মোস্তাফিজ। করোনাকালে বাংলাদেশ খেলেছে ১১টি টেস্ট। এর মধ্যে মাত্র ২টি টেস্ট খেলেছেন মোস্তাফিজ। বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েই দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি পেস বোলার অ্যালান ডোনাল্ড মোস্তাফিজকে টেস্টে ফিরিয়ে আনতে তার আগ্রহের কথা জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ায় তাসকিন, শরিফুলকে বাংলাদেশ দল পায়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। উন্নত চিকিৎসার জন্য এই দু্ই পেসারকে বিদেশে পাঠোনোর প্রক্রিয়া চলছে। ফলে আসন্ন শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজেও এই দুই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ দল। প্রিমিয়ার ডিভিশনে চোট পেয়ে এবাদতকে নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
এমন এক পরিস্থিতিতে মোস্তাফিজ কেন্দ্রীয় চুক্তিতে লাল বলে চুক্তিবদ্ধ না থাকায় তাকেও টেস্টে নামিয়ে দেয়া যাচ্ছে না। মোস্তাফিজ নিজেও তার ক্যারিয়ার লম্বা রাখতে টেস্ট খেলা থেকে বিরত থাকতে চান। তবে কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের মতামত নেয়াটা ভুল হয়েছে। ভবিষ্যতে যাকে যে ফরমেটে দরকার হবে, সে সিদ্ধান্ত ক্রিকেটাররা নিতে পারবে না। সিদ্ধান্ত নিবে বিসিবি। ক’দিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন তা।
তবে পরবর্তী কেন্দ্রীয় চুক্তি পর্যন্ত অপেক্ষা নয়। প্রয়োজনে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে মোস্তাফিজকে চায় বিসিবি। শনিবার হোটেল সোনরগাঁয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গণমাধ্যমকে এ কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে বলেনি, টেস্ট খেলতে চায়। ও কী বললো, সেটা বড় কথা না। মোস্তাফিজকে যখন দরকার হবে, অবশ্যই সে খেলবে। কারণ, এখন যদি শ্রীলংকা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
চলমান আইপিএলের জন্য মোস্তাফিজকে বিসিবি অনাপত্তিপত্র দিয়েছে। অর্থাৎ আগামী ২৯ মে পর্যন্ত আইপিএলে থাকার কথা তার। কোয়ালিফাইয়ারে উঠতে না পারলেও ভারতে থাকতে হবে আগামী ২২ মে পর্যন্ত মোস্তাফিজকে। তাহলে আগামী ১৫ মে থেকে টেস্ট সিরিজে মোস্তাফিজের সার্ভিস পাবে কিভাবে বিসিবি ? তবে দরকার হলে মোস্তাফিজ টেস্ট খেলতে বাধ্য, সে বার্তাটা দিয়েছেন বিসিবি সভাপতি-‘তাসকিন, শরিফুল, এবাদত এই তিন জন তো টেস্টের জন্য আছেই। এখানে মুস্তাফিজকেও যদি রাখি, ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি না আমরা জানি না। কিন্তু যখন দরকার হবে, অবশ্যই তাকে রাখব। খেলবে! যদি দরকার হয় খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।’