সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়ায়ও এক যুগে মুক্তি পাবে সিনেমাটি।
ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য দেওয়া হয়েছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বাংলাদেশে সিনেমাটি মুক্তির পাশাপাশি ঈদে মালয়েশিয়ায় সিনেমাটি ঈদের দিন থেকে চলবে। এর আগে এই প্রতিষ্ঠান থেকে মালয়েশিয়ায় ‘মিশন এক্সট্রিম’ পরিবেশন করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও জানানো হয়েছে, সিনেমাটি বাংলাদেশের বড় বড় প্রেক্ষাগৃহে চলবে। সেই সঙ্গে বেশ কয়েকটি সিনেপ্লেক্সে সিনেমাটি দেখাবে।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী প্রমুখ।