1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

লাঞ্চের পর হ্যাটট্রিক বঞ্চিত সাকিব

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৫৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: প্রথম ইনিংসে ৫০০ রানের বেশি টার্গেট দেওয়ার লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ব্যাট হাতে নামে শ্রীলংকা।

সেই লক্ষ্য পূরণে প্রথম ঘণ্টা সফল সফরকারীরা। দারুণ ব্যাটিং করে কোনো বিপদ না ঘটিয়েই স্কোর ৩০০ ছাড়িয়ে নেন দুই অপরাজিত ব্যাটার ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। হাফসেঞ্চুরি করেন চান্দিমাল।

তবে হতাশায় ডুবতে থাকা বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে আশার আলো ছড়িয়ে দিলেন সেই নাঈম। মিরাজের ইনজুরিতে ১৫ মাস পরে দলে সুযোগ পাওয়া অফস্পিনার একই ওভারে দুটি উইকেট তুলে নেন।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় দুই দল।

আর মধ্যাহ্নভোজ শেষে মাঠে ফিরেই জ্বলে উঠলেন সাকিব। নাঈমের মতো তিনিও এক ওভারে ফেরালেন দুজনকে।

টানা দুই বলে ফেরালেন লঙ্কান দুই ব্যাটারকে। সুযোগ ছিল হ্যাটট্রিকের। যদিও সেটা হয়নি।

নিজের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড করেছেন সাকিব। পরের বলটি ব্যাটে লাগাতে পারেননি লাসিথ এম্বুলদেনিয়া। প্যাডে বল লাগলে সাকিবের জোরলো আবেদনে আঙুল তুলেন আম্পায়ার।

শ্রীলংকা রিভিউ নেয়। কিন্তু সফল হতে পারেনি। রিপ্লেতে দেখা গেছে, বল এম্বুলদেনিয়ার পায়ে না লাগলে অফস্ট্যাম্প ছুঁয়ে যেতো।

হ্যাটট্রিক বলটি ছুড়েন সাকিব। স্ট্রাইকে ছিলেন বিশ্ব ফার্নান্ডো। অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটি কভারে ঠেলে দিয়ে এক রান নেন ফার্নান্ডো। ওই ওভারে মোট ৩ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব।

মধ্যাহ্নভোজ বিরতির আগে জোড়া শিকার করেন স্পিনার নাঈম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শিকার করলেন ৬৬ রানে ব্যাট করতে থাকা চান্দিমালকে।

১৩৬ রানের জুটি ভাঙেন নাঈম। ইনিংসের ১১৪তম ওভারের প্রথম বলে চান্দিমালকে আউট করার পর পঞ্চম বলে দারুণ এক ডেলিভারিতে নিরোশান ডিকভেলাকে (৩) বোল্ড করেন নাঈম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২২ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৮ উইকেটে ৩৪৪ রান। ম্যাথিউস অপরাজিত ১৫৮ রানে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..