বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের রেললাইন অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ১০টার শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে তারা রেললাইনে নেমে আন্দোলন করেন। পরে স্টেশনের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা রেললাইন থেকে সরে যান। এ ঘটনায় ট্রেনটি প্রায় আধাঘণ্টা দেরিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বলে জানা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা করোনাকালীন ব্যাচ। করোনা পরিস্থিতি মোকাবিলার পর অটোপাশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিট চাচ্ছি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হোক। এটা আমাদের অধিকার।
তারা বলেন, শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে বইয়ের সঙ্গে, রাস্তায় আন্দোলনের সঙ্গে নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছসহ সব বিশ্ববিদ্যালয় করোনাকালীন ব্যাচের ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে।
ষোলশহর স্টেশনের মাস্টার ফখরুল আলম পারভেজ বলেন, তারা রেললাইনে নেমে আন্দোলন করছিলো। তবে ট্রেন বিলম্ব হয়নি। ক্রসিংয়ের কারণে কিছুটা দেরি হয়েছে যেটা অন্য সময়ও হয়।
এর আগেও বিভিন্ন সময় চট্টগ্রাম প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।