1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

লন্ডন থেকে লিটনের প্রতিক্রিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৫৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটার যে যার মতো করে ছুটি কাটাচ্ছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দেশের বাইরে গেছেন ঘুরতে। তাদেরই একজন লিটন দাস স্বস্ত্রীক গিয়েছেন লন্ডন। সেখান থেকেই জানতে পেরেছেন নিজের নতুন দায়িত্বের কথা জাতীয় দলের সহ-অধিনায়ক হয়েছেন তিনি। স্বল্পবাসী লিটন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়াও জানিয়েছেন ইংরেজিতে ছোট্ট করে। জানিয়েছেন, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। মিশন আগের মতোই, বাংলাদেশের হয়ে ম্যাচ জেতা।’

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে এক সময় সহ-অধিনায়কের দায়িত্ব কাউকে দেয়া হলেও বেশ কিছুদিন থেকে এই দায়িত্ব কাউকে দেয়া হয়নি। এবার লিটন দাসকে টেস্ট দলে সাকিবের ডেপুটি করে আবার সেই সহ-অধিনায়কের সংস্কৃতিতে ফিরে যাচ্ছে বিসিবি। অবশ্য টেস্টের জনৗ লিটনকে ডেপুটি করা হলেও অন্য দুই ফরম্যাটে কাউকে নতুন করে এই দায়িত্ব দেয়া হয়নি।

ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ এই দায়িত্ব পালন করছেন এককভাবে। অবশ্য এই দুই ফরম্যাটেও আগামীতে সহ-অধিনায়ক দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট-কোথাও সহ-অধিনায়ক ছিল না। আজকে সিদ্ধান্ত হয় টেস্টে একজন সহ-অধিনায়ক দেওয়ার। যেহেতু সিদ্ধান্ত হয়েছে, টেস্টে দেব, স্বাভাবিকভাবেই সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আসতে পারে। যখন আমরা সিদ্ধান্ত নেব কাকে করা হচ্ছে, তখনই আপনাদের জানাতে পারব।’

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..