রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের নিয়ে দুইদিন ব্যাপী সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত (৫-৬জুন) মৌলভীবাজার সদর উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক প্রশিক্ষন হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) ও ব্র্যাকের আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মৌলভীবাজার সদর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন সহকারী শিক্ষকগন অংশগ্রহন করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর চন্দ্র শর্মা,ব্র্যাক নরসিংদী সড়ক নিরাপত্তা কর্মসূচি ডিভিশনাল কো-অর্ডিনেটর,হাসান আলী। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক সোবহান শেখ, প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ফিল্ড কমিউনিকেটর মোঃ শফিকুলইসলাম ।
কর্মশালায় সড়ক ব্যবহার, রাস্তা পারাপার, রোড সেফটিআইন, রোডের বিভিন্ন সাংকেতিক নির্দেশনা, দুর্ঘটনা কেন ঘটে এবং এ থেকে প্রতিকারের উপায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে দুর্ঘটনার ঝুকি থেকে বাচাতে পারে, যানবাহনে যৌন হয়রানীমুক্ত পরিবেশ, ফ্লিপ চার্টেও ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।