রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে দুই বছরের এক শিশুর
মৃত্যু হয়েছে। ৭ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের
গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. আব্দুল হাসিমের ছোট ছেলে।
জয়চণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল আউয়াল বলেন, সাড়ে
১২টার দিকে আবু তালিবকে তার মা খাওয়াদাওয়া করিয়ে ঘরের ভিতর খেলতে রেখে
গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে যান। ঘরে গেইট খুলা থাকায় পরিবারের সবার অজান্তে
বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে ঘরে দেখতে না পেয়ে প্রায় ঘণ্টাখানেক
খোজাখুঁজির পর পুকুরের পানিতে তালিবের দেহ ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক
তালিবকে মৃত ঘোষণা করেন।