সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় এস এস ট্রেডিংয়ের ৩য় শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা শহরের ফাইভ স্টার মার্কেটে এস এস ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী রফিকুলের ইসলামের সভাপতিত্বে কেক কেটে ৩য় শাখার উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ সময় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, এস এস ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আব্দুল বাছিতসহ বিভিন্ন স্থরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম জানান, এখন থেকে এখানে একই ছাদের নিচে পাওয়া যাবে বাংলাদেশের অন্যতম ৫টি কোম্পানির টাইলস ও সিরামিক সামগ্রী। নান্দনিক ডিজাইনের এসব টাইলস ও সিরামিক সামগ্রী পাওয়া যাবে সুলভ মূল্যে। সেলটেক সিরামিক্স, এটিআই সিরামিক্স, ডিবিএল সিরামিক্স, বিএইচ এল সিরামিক্স, চায়না সিরামিক্স এবং আরএকে টাইলসসহ বিভিন্ন স্যানিটারী সামগ্রী এখানে পাওয়া যাবে।