বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তঃব্যক্তিক যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ অনু্ষ্টিত হয়েছে।
আজ রবিবার শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম জাকির।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সহকারি পরিচালক ইসরাত জাবিন, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন বিভাগের সহকারী পরিচালক ডা.এস এম আহমেদ ফারুক এবং শিশু ও মাতৃস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. রঞ্জন চন্দ্র দাস প্রমুখ।
প্রশিক্ষণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারীসহ ৩০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।