বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় অনগ্রসর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ।
অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠির ৪৩ জন শিক্ষার্থী এবং বেদে জনগোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।