1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘জঙ্গি’ ২১ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ২১ বছর পর গ্রেফতার হলো গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি। শেখ মো. এনামুল হক আইনের চোখ ফাঁকি দিয়ে স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছিলেন। অনেকটা প্রকাশ্যে থেকেই ইমামতি, হোমিও চিকিৎসক, অধ্যক্ষের মতো ভুয়া পরিচয়ে গাজীপুরসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বসবাস করছিলেন এ ভয়ংকর অপরাধী।

শনিবার (১৮ জুন) উত্তরা থেকে শেষ পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পড়েন এনামুল হক। রোববার (১৯ জুন) সংবাদ সম্মেলন র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল নিজের দোষ স্বীকার করেছেন।

২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নির্ধারিত জনসভার পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ (হুজি)। পরদিন ৪০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে। এ ঘটনায় আমির মুফতি হান্নানের পরিকল্পনায় সহযোগী হিসেবে ছিলেন শেখ মো. এনামুল হক।

এর বহু আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী মুফতি হান্নানের ছোট ভাই আনিসের সঙ্গে অংশীদারি ভিত্তিতে সোনার বাংলা কেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করেন। প্রসাধনী তৈরির রাসায়নিক আনার আড়ালে বোমা তৈরির সরঞ্জাম মজুত করেন এনামুল। বোমা পুঁতে রাখতে পারলেও হত্যাচেষ্টা ধরা পড়ে গেলে গা ঢাকা দেন তিনি।

ওই ঘটনায় হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনে কোটালীপাড়া থানায় তিনটি মামলা করে পুলিশ। ২০০১ সালে সিআইডি থেকে চার্জশিট দেয়া হয়। ২০২১ সালে বিচারিক প্রক্রিয়া শেষে হত্যাচেষ্টা মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তাদের মধ্যে এনামুলসহ পাঁচজন পলাতক ছিলেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এই ২১ বছর ধরেই পলাতক এনামুল প্রথমে নাম পরিবর্তন করে রাজধানীর মোহাম্মদপুরে আশ্রয় নেন। পরে গাজীপুরের একটি মসজিদে আট বছর ইমামতি করেন। ২০১০ সাল থেকে উত্তরা ও বনশ্রীতে বসবাস করেন। ২০১৫ সালে আই কে হোমিও কলেজ উত্তরা নামে একটি ভুয়া হোমিও প্রতিষ্ঠান করেন। এমনকি ভুয়া নাম-পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। সবশেষ শনিবার র‌্যাবের একটি গোয়েন্দা দল তাকে উত্তরা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও তিনজন এখনো অধরা থেকে গেলেন। এর আগে মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজকে চলতি বছরের মার্চে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..