1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মুমিনুল যদি চায় বিশ্রাম নিতে পারে : সাকিব

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৪২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। সর্বশেষ আট ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি সাবেক টেস্ট অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার পর এবার ওয়েস্ট ইন্ডিজেও রানখরায় বাঁহাতি ব্যাটার। প্রথম টেস্ট শেষে দুরবস্থা কাটিয়ে ছন্দে ফিরতে মুমিনুলের বিশ্রামের প্রয়োজন কী না এমন প্রশ্নও শুনতে হয়েছে নতুন অধিনায়ক সাকিব আল হাসানকে। জবাবে সাকিব জানিয়েছেন, মুমিনুল যদি চান তাহলে বিশ্রাম নিতে পারেন।

অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাকেই হারের কারণ হিসেবে দেখছেন অধিনায়ক সাকিব। এই টেস্টে দুই ইনিংসে মুমিনুল করেছেন ৪ রান। তাঁর বিশ্রাম প্রয়োজন কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। আমার তো ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে যে, হ্যাঁ ওর বিশ্রাম দরকার আছে, সেটা হতে পারে।’

তবে সিরিজের মাঝে কোনো খেলোয়াড়ের বিশ্রাম নিয়ে কথা বলতে চান না সাকিব। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা কোনো কিছু চিন্তা করাটা খুব একটা ভালো কিছু না। আমি যেটা বললাম, পরের দুই তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়ায় অনুশীলন করব, হয়তো সেদিন আমরা চিন্তা করতে পারব যে আসলে দলের জন্য কোনটা হলে ভালো হতে পারে।’

তবে দ্বিতীয় ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন আনতে চাচ্ছেন না সাকিব। তিনি বলেছেন, ‘পরিবর্তন করলে খুব বেশি যে ভালো কিছু হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..