সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : ছুটি কাটাতে বার্বাডোজে গিয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। সেখান থেকে ব্যক্তিগত বিমানে করে বাড়ি ফিরছিলেন তিনি। বার্বাডোজ থেকে ব্রাজিল উড়ে যাওয়ার পথে হঠাৎ করেই গোলযোগ দেখা দেয়ায় খুব দ্রুত বিমানটিকে অবতরণ করাতে বাধ্য হন পাইলট। স্প্যানিশ পত্রিকা মার্কা, ব্রিটিশ পত্রিকা দ্য সান দিয়েছে এ খবর।
বিমানটি আকাশে থাকা অবস্থাতেই জরুরি অবস্থার ঘোষণা করা হয় এবং প্রথম সুযোগেই অবতরণ করানো হয়। তবে, সেই ফ্লাইটে নেইমার কিংবা তার পরিবারের কেউ ছিলেন কি না নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলের উত্তর-পূর্ব অংশে বিমানটি নিরাপদেই অবতরণ করতে পেরেছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটি ওড়ার আগে বোনের সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ছবি পোস্ট করেছিলেন নেইমার।
ব্যক্তিগত বিমান কেনার জন্য ১০.৮ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিলেন নেইমার। বিমানটি লিগ্যাসি ৪৫০ মডেলের। তবে, এটা নিশ্চিত নয় উত্তর ব্রাজিলে যে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে সেটি সেই বিমানটি ছিল কি না। পিএসজির হয়ে দীর্ঘ সময় খেলার পর জাতীয় দলের ডিউটিতে যোগ দিয়েছিলেন নেইমার।
আট আসনের বিমানটি ঘণ্টায় ৫৩১ মাইল অতিক্রম করতে পারে। নেইমারের একটি ব্যক্তিগত হেলিকপ্টারও আছে। সেটি ১০.৫ মিলিয়ন ডলার দিয়ে কেনা।
ব্রাজিলের জাতীয় দলের ডিউটি শেষ করেই ছুটিতে চলে যান পিএসজি তারকা। আগামী কিছুদিনের মধ্যেই নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে আবার বিশ্বকাপের ব্যস্ততা রয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। সুতরাং, খুব দ্রুতই প্রি-সিজন প্রস্তুতি শুরু হতে যাচ্ছে পিএসজির।