সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
সোহেল আহমদ : মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী । আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলী হায়দার, কমলগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান আজাদ , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমুখ।
সভায় আওয়ামী লীগ, যুবলীগ , সেচ্ছাসেবক লীগ , কৃষকলীগ, এবং ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।