1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২১ জুলাই ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তারা, সমাবেশস্থলে জনস্রোত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: খুলনার পাইকগাছার বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক। শুক্রবার বিকেলে রওনা হয়েছিলেন বাড়ি থেকে। শনিবার ভোরে এসে পৌঁছেছেন মাদারীপুরের কাঁঠালবাড়িতে। তিনি বলছিলেন, ‘আসতে কষ্ট হয়েছে। কিন্তু এ কষ্ট আনন্দের।’

সেখানে আজ দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হবে সমাবেশ। সেই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। কিন্তু ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল।

দক্ষিণের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন সমাবেশস্থলে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে জনস্রোত। নানা রঙের টি–শার্ট তাদের গায়ে। ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তারা। নাচতে নাচতে, মিছিল করতে করতে আসছেন। অনেকের হাতে ব্যানার-ফেস্টুন।

আজ মাওয়া প্রান্তে সুধী সমাবেশে ভাষণ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপরই খুলে যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের জন্য সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..