1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

করোনায় আক্রান্ত রোহিত শর্মা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৮৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক ; ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টটাকে খানিকটা অপয়া ভাবতেই পারে ভারতীয় দল। গেল বছর সিরিজের শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরেছিলেন বিরাট কোহলিরা, সেটাও করোনার কারণেই। এবার যখন দেশ ছাড়ছেন, তখনই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার দলটি পেল নতুন দুঃসংবাদ। শনিবার রাতে করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।

শনিবার দলটির সব সদস্যকে করোনা পরীক্ষা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। এর ফল যখন মিলল, তখন পাওয়া দেখা গেল করোনায় রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর। বিসিসিআই এরপর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। তবে আজ রোববার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে লেস্টারশায়ারের বিপক্ষে খেলছে ভারত। সেই ম্যাচে খেলছেন রোহিত। তবে গতকাল তৃতীয় দিনে ব্যাট করেননি তিনি। প্রথম ইনিংসে তিনি ব্যাট করেছিলেন। রোমান ওয়াকারের বলে সাজঘরে ফেরার আগে করেছিলেন ২৫ রান।

ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। সেই টেস্টের ৫ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে ম্যানেজমেন্টকে ভাবনাতেই ফেলে দিলেন তিনি। লোকেশ রাহুল ছিটকে গিয়েছেন কুঁচকির চোটের কারণে। এবার রোহিতের এভাবে করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় ভারত।

গেল বছর ভারতের ইংল্যান্ড সফরের প্রথম চার ম্যাচে দলের সেরা পারফর্মার রোহিতই ছিলেন তিনি। ৫২.২৭ গড়ে ৩৬৮ রান তুলেছিলেন। সেই সিরিজে ভারত চার ম্যাচ খেলে এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্টে না হারলেই ২০০৭ সালের পর প্রথম বারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে যাবে সফরকারী ভারত।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..