শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: বেশ নামডাকের সঙ্গেই বাংলাদেশের পেশাদার ফুটবল অঙ্গনে পা রেখেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। দেশ-বিদেশের নামি-দামি ফুটবলার এবং কোচদের দিয়ে দল সাজিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও বেশ অগ্রভাগে ছিল গত কয়েকটি বছর।
কিন্তু হঠাৎ করেই আজ সাইফ স্পোর্টিং ক্লাব ঘোষণা দিয়েছে, তারা আর ফুটবল ক্লাব পরিচালনা করবে না। সব ধরনের ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নেয়ার কথাই জানালেন সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
নিজেদের ফুটবলাঙ্গন থেকে গুটিয়ে নেয়ার কথা জানিয়ে তরফদার রুহুল আমিন বলেন, ‘বর্তমান বৈশ্বিন পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে, সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি আমরা।’