রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা, বৃক্ষরোপন কার্যক্রম ও স্মৃতিচারণ মুলক অনুষ্ঠানের আয়োজন করে।
সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।