1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গাইবান্ধায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে বাসচাপায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শনিবার সকালে নাকাইহাট-গাইবান্ধা সড়কে উপজেলার বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার বাতেন মণ্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) ও ভ্যান যাত্রী নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। আহত দুজন হলেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল (৩৭)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান নামের যাত্রীবাহী বাসটি লালমনিরহাট যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে বোয়ালিয়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হন ভ্যানের আরও দুইযাত্রী। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিচে ভ্যান আটকে যাওয়ায় ব্যর্থ হয়। অবস্থা খারাপ দেখে বাস রেখেই চালক-সহকারী পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন এ বিষয়ে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..