বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি। মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউডে এসেই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। বলিউডে আইটেম গান মানেই নোরার উপস্থিতি দর্শকদের হৃদয়ে ঝড় তোলে। ২৮ বছর বয়সী এই তারকা নৃত্যশিল্পী হিসেবেও জনপ্রিয়।
এবার প্রথমবার ঢাকায় আসতে যাচ্ছেন নোরা ফাতেহি। তাও আবার ডিসেম্বরেই। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে পারফর্মও করবেন এই তারকা।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।
তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।