1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চমক দিতে ব্যর্থ আমির- অক্ষয়, দর্শক শূন্যতায় শো বাতিল!

  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১২১ বার পঠিত

বিনোদন ডেস্ক :: দীর্ঘ চার বছর পর রিমেক ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরে হতাশ করলেন বলিউড সুপারস্টার আমির খান। নেটিজেনরা সিনেমা দেখে হতাশা প্রকাশ করে বলিউডকে ‘রিমেকউড’ বলে কটাক্ষ করছেন।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে চমক দিতে ব্যর্থ হয়েছেন আমির খান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়- মুক্তির প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’ সংগ্রহ করেছে মাত্র সাড়ে ১১ কোটি রুপি। মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের নামের সঙ্গে এ সংখ্যা বেশ কম।

অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ সিনেমাও তেমন সাড়া ফেলতে পারেনি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে মাত্র ৮.২ কোটি রুপি বলে খবর জানিয়েছে ইন্ডিয়ার এক্সপ্রেসের।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, ১০-১২ জন দর্শক হওয়ায় শুক্রবার আমিরের সিনেমার ১৩০০ শো বাতিল করা হয়েছে। একই কারণে বাতিল হয়েছে ‘রক্ষা বন্ধন’ সিনেমার এক হাজার শো।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আমির খান ও কারিনা কাপুর। কারিনা কাপুর খান এ সিনেমায় মনপ্রীত কৌর চাড্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি তারকা নাগা চৈতন্যের। বালারাজুর ভূমিকায় দেখা গেছে তাঁকে। লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।

অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। আমেরিকার সেই গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছেন পরিচালক অদ্বৈত চন্দন। অন্যদিকে আনন্দ এল রাই পরিচালিত পণপ্রথাকে কেন্দ্র করে নির্মিত ‘রক্ষা বন্ধন’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ভূমি পেড়নেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্নাসহ অনেকে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..