1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আকাশে ঘুমিয়ে পড়লেন উড়োজাহাজের দুই পাইলট

  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৩৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঘটনাটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের। আকাশে উড়ছিল সংস্থাটির একটি উড়োজাহাজ। এটি যখন ৩৭ হাজার ফুট ওপরে, তখন ঘুমিয়ে পড়লেন দুই পাইলট। এমনকি ঘুমের কারণে নির্ধারিত বিমানবন্দরে অবতরণও করতে পারেননি তারা।

গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ করেনি। এ সময় অটোপাইলট সিস্টেম উড়োজাহাজটিকে আকাশে স্থিতিশীল অবস্থায় (ক্রুজ) রেখেছিলেন। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল কয়েকবার পাইলটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে উড়োজাহাজটি অবতরণের রানওয়ে অতিক্রম করে উড়ে গেলে অটোপাইলট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সতর্কসংকেত বেজে ওঠে। ওই সংকেতে দুই পাইলট জেগে ওঠেন। এরপর নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর রানওয়েতে উড়োজাহাজটি অবতরণ করতে সক্ষম হন তারা। ভাগ্যক্রমে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

এভিয়েশন সার্ভিল্যান্স সিস্টেম এডিএস-বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বিমানের যাত্রাপথের একটি ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি ঘুরপাক খাচ্ছে।

মে মাসেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। ৩৮ হাজার ফুট ওপর দিয়ে নিউইয়র্ক থেকে রোম যাওয়ার সময় আইটিএ এয়ারওয়েজের দুই পাইলট ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তী সময়ে ঘটনাটি উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক তদন্ত করে নিশ্চিত করেছিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..