শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রামদাহা জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।
এএনআইয়ের খবরে বলা হয়েছে, সিংরাউলি জেলার বাইদানে এক পরিবারের ১৫ সদস্য চত্তিশগড়ের কোরিয়ায় রামদাহা জলপ্রপাতে পিকনিক করতে যান। সেখানেই সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে যান সাত জন। পরে তাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়। রোববার (২৮ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।
ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সিংরাউলির কমলেশ সিংয়ের দুই মেয়ে শ্রদ্ধা ও শ্বেতা, এক ছেলে হিমাংশু, জামাই ঋষভ সিং এবং ভাগ্নে রতেœশ ও অভয় সিং পানিতে ডুবে মারা গেছেন। তবে এক মেয়ে সুলেখা সিং প্রাণে বেঁচে গেছেন।