1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। শেষ চারে উঠার লড়াইয়ে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুর দুইটায় মাঠে নামবে এই দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

চলমান আসরে ভারত ও জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয় পাকিস্তানের। তবে শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে সেই শঙ্কা থেকে বেরিয়ে এসেছে বাবর আজমের দল। মূল পর্বের বাকি দুই ম্যাচ জিততে পারলে দলটির সম্ভাবনা আছে শেষ চারে যাওয়ার। তবে তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেও।

এদিকে চলমান আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের দুইটিতে জয় তাদের। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৫ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা আছে টেবিলের দুইয়ে।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রিলি রোসো, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..