রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীতে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে একটি আবাসিক হোটেল অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার ব্রিফিংয়ে আবদুল আহাদ বলেন, বনানী ও কাকলি এলাকায় বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। আজকে অভিযান চালানো হয়েছে কারণ গোয়েন্দা তথ্য ছিলো সেখানে জঙ্গি আছে। এ অভিযান দুই ঘণ্টা যাবত চলে।
তবে যাদের খোঁজা হচ্ছে তাদের কাউকে পাওয়া যায়নি বলে জানান ডিসি আবদুল আহাদ। এর আগে নর্থ সিটি নামে ওই হোটেলটি ঘিরে রাখে পুলিশ সদস্যরা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়। ধারণা করা হচ্ছে এখানে নাশকতার উদ্দেশ্যে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে।