মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: সিডনি টেস্টে বাগড়া দিয়েছে বৃষ্টি। প্রথম দিন খেলা হয়েছে ৩ ঘন্টা। দিনের দ্বিতীয় ড্রিংকসের পর বৃষ্টিতে আর মাঠে বল গড়ানো সম্ভব হয়নি। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪৭/২। ওসমান খাজা ৫৪ রানে ব্যাটিংয়ে আছেন।
ফর্মের তুঙ্গে থাকা লাবুশেন ক্যারিয়ারের ৩৩তম টেস্টে ১৩ তম ফিফটি উদযাপন করেছেন। ২১ রানের জন্য মিস করেছেন ১১ তম টেস্ট সেঞ্চুুরি। নরকিয়ের ১৪৬ কিলোমিটার গতির ব্যাক অব লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লাবুশেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ওসমান খাজা-লাবুশেন জুটি যোগ করেছে ১৩৫ রান। দক্ষিণ আফ্রিকার পেস বোলার নরকিয়ে