শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: কাতার বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় উরুগুয়ে। অনেকটা হতাশা নিয়েই বিশ্ব আসর থেকে বিদায় নিতে হয় তাদের। দেশটির অনেক ফুটবলপ্রেমীই মনে করেন, শেষ ম্যাচে রেফারির কিছু ভুল সিদ্ধান্তের কারণেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন এদিনসন কাভানি।বিশ্বকাপের শেষ ম্যাচে রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই ভিএআর মেশিনে আক্রমণ করে বসেন তিনি। এই অপরাধের কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাভানির। যদি তিনি শাস্তি পান তাহলে ঐ ম্যাচের রেফারির জেল হওয়া উচিত বলে মনে করেন ভ্যালেন্সিয়ার এই ফরোয়ার্ড।
কাভানি বলেন, ‘ভিআরে আক্রমণ করার জন্য যদি তারা আমাকে নিষিদ্ধ করে তবে রেফারিকে জেলে নেওয়া উচিত। কারণ ভিএআর, পেছনে থাকা ক্যামেরা ও রেফারিরা এই সিদ্ধান্ত নিতে পারে না।’তিনি আরও বলেন, ‘শাস্তির ব্যাপারে আমি কিছুটা চিন্তিত। এটা হলে আমাকে আমার সতীর্থ, জাতীয় দল ও ক্লাব ফুটবল থেকে দূরে থাকতে হবে। শুধু রেফারির দিকে নজর দিলেই হবে না, আপনাকে ফুটবলারদের ব্যাপারটাও বুঝতে হবে। কেনো এমনটা ঘটেছে সেটাও জানতে হবে।’