সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : গতকাল রাতে খেলে এসেছেন জাতীয় দলের হয়ে। বাংলাদেশ সময় রাত প্রায় ১২টায় শেষ হয় ম্যাচ। ১২ ঘণ্টা না পেরোতেই মোহাম্মদ রিজওয়ান চলে এসেছেন বিপিএলে খেলতে।
করাচি থেকে ওই ম্যাচ শেষ করে ঢাকায় এসে নামেন রিজওয়ান। এরপর চট্টগ্রামে এসেছেন হেলিকাপ্টারে চড়ে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে আসেন তিনি।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নামে রিজওয়ানের হেলিকাপ্টার। এরপর তিনি একটি মাইক্রোতে চড়ে মাঠে আসেন।
রিজওয়ান বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। আজ শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। এই ম্যাচের একাদশেও আছেন রিজওয়ান। টস জিতে ম্যাচটিতে বল করবে কুমিল্লা।